Sunday, November 30, 2014

উইন্ডোজ ১০-এর ঝাঁপি খুলছে মাইক্রোসফট

     
উইন্ডোজ ১০ সম্পর্কে বলছেন মাইক্রোসফট কর্মকর্তা টেরি মেয়ারসনউইন্ডোজ ১০ সম্পর্কে বলছেন মাইক্রোসফট কর্মকর্তা টেরি মেয়ারসনকী থাকছে উইন্ডোজ ১০-এ? এই অপারেটিং সিস্টেম কীভাবে কম্পিউটার, ট্যাব, মোবাইল ফোনে কাজ করবে এবং কী কী ফিচার থাকবে তাতে—সেই তথ্য মাইক্রোসফট জানাবে শিগগিরই।
আগামী বছরের জানুয়ারিতে একটি সংবাদ সম্মেলন আয়োজন করার পরিকল্পনা করেছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠানটি।
ওই সম্মেলনে উইন্ডোজ ১০-এর কনজুমার ফিচার প্রিভিউ উন্মুক্ত করবে মাইক্রোসফট। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
মাইক্রোসফটের ঘনিষ্ঠ সূত্র দ্য ভার্জকে জানিয়েছে, জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনে অনেক নতুন ফিচার নিয়ে আলোচনা করবে মাইক্রোসফট। এর মধ্যে থাকবে বিশেষ একটি ফিচার—কন্টিনাম নামের টাচ ইন্টারফেস। এ ছাড়া উইন্ডোজ ফোন ও ট্যাবলেটের পাশাপাশি এক্সবক্স ওয়ান গেম কনসোল নিয়েও তাদের পরিকল্পনার কথা জানাবে।
এর আগে সানফ্রান্সিসকোতে ছোট একটি অনুষ্ঠানের মাধ্যমে উইন্ডোজ ১০ উন্মুক্ত করেছিল মাইক্রোসফট। তবে উইন্ডোজের নতুন এই সংস্করণটির কনজুমার বা ভোক্তা উপযোগী ফিচারগুলো উন্মুক্তকরণের অনুষ্ঠানটি আরও গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
ফোন, ট্যাব, কনসোলের মতো বিভিন্ন ধরনের যন্ত্রে ব্যবহার উপযোগী করে উইন্ডোজ ১০ তৈরি করেছে মাইক্রোসফট।

আপনার ফোন কি আসল? নাকি ক্লোন / মাস্টার কপি ? জেনে নিন অরিজিনাল মোবাইল চেনার উপায় এখুনি

smartphone
বাজার এ এখন নানা রকমের ক্লোন আর মাস্টারকপি ফোন দিয়ে ভরে গেছে । কোনটা আসল আর কোনটা নকল বোঝাই যায় নাহ ।
এদের প্রতারনার শিকার হয়েসেন এরকম অনেক আছে । এইতহ সেদিন ই আমার এক বন্ধু স্যামসাং  গালাক্সি এস ৫ কিনে ধরা খেল । ২৫০০০ টাকা ধরা খেয়েছে ।
আপনাকে যাতে আর ধরা খেতে না হয়  সে জন্যই আসলে এই টিউনটি করা  ।

কীভাবে বুজবো যে আমার ফোনটা আসল ?


  • প্রথমে  এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
  • তারপর আপনার ফোনের IMEI নাম্বার দিন নিচের ছবির মতো। (আপনার ফোনের  IMEI নাম্বার পাবেন *#06 # প্রেস করে)
imei
  • তারপর CHECK এ ক্লিক করুন।
  • অরিজিনাল ব্র্যান্ডের ফোন হলে আপনার ফোনের সকল তথ্য চলে আসবে। (নিচের ছবির মতো)
  • 31
  • Read More এ ক্লিক করলে আরও বিস্তারিত পাবেন।
  • নন-ব্র্যান্ডের বা চায়না ফোনের বা ক্লোন বা মাস্টার কপির  IMEI দিলে কিছু আসবে না।
2
  • এভাবে আপনি আপনার ফোনটি আসল নাকি নকল অথবা মাস্টারকপি  তা সহজেই ধরতে পারবেন ।
আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ।

জেনে নিন মোবাইল এর কিছু প্রয়োজনীয় তথ্য, [না দেখলে মিস’]

কম্পিউটার ট্রাবলশুটিং, অনলাইন আর্নিং এবং টিপস এন্ড ট্রিকস বিষয়ে ইতিপূর্বে অনেকেই অনেক আলোচনা করলেও আজ একটু ব্যতিক্রম কিছু উপহার দেয়ার চেষ্টা করব । আসুন কথা না বাড়িয়ে চেষ্টা করে দেখি ।
images (4)
মোবাইল ব্যবহার করছেন, তবুও কিছু তথ্য হয়ত আপনার এখনও অজানা  রয়ে গেছে ।
যদি আপনার নিজের নাম্বার কোনো কারণে মনে না আসে, কিংবা যে নাম্বার দিয়ে ইন্টারনেট ব্যবহার করছেন সে সিমের নাম্বার জানেননা বা ভুলে গেছেন, মোবাইল এ ব্যালেন্স নেই, কাওকে ফোন করে জিজ্ঞাস  করার সুযোগও নেই, অনেকদিন ধরে সিম ইনেকটিভ হয়ে থাকতে পারে, কার্ডও নেই যে রিচার্জ করে তথ্য জেনে নিবেন, যদি এমন পরিস্থিতিতে আপনার নাম্বার জানা খুব জরুরি হয় তবে নিচের দেখানো নাম্বার ডায়াল করুন আর নির্দেশনাগুলো জেনে নিন । এর মাধ্যমে আপনি নিজের ব্যবহারকৃত মোবাইলটির কিছু তথ্য ছাড়াও অন্যান্য অপারেটর গুলোর কিঞ্চিত তথ্য সম্পর্কেও জানতে পারবেন ।  এতে করে  নিজের নাম্বার দেখা, ব্যালেন্স চেক করা, রিচার্জ করা, কাস্টমার কেয়ার সম্পর্কিত তথ্যগুলো  অনায়াসেই আপনার হাতের মুঠোয় থাকবে।
আপনি যদি গ্রামীনফোন ব্যবহার করে থাকেন
নিজের নাম্বার জানতে  *১১১*৮*২#
নিজের নাম্বার জানতে  *২#
ব্যালেন্স জানতে  *৫৬৬#
রিচার্জ  করতে *৫৫৫* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার : ১২১ এ ফোন দিয়ে ১ প্রেস করে ০
অন্য অপারেটর  থেকে গ্রামীন ফোন কাস্টমার কেয়ার  ০১৭১১-৫৯৪৫৯৪
আপনি যদি বাংলালিংক  ব্যবহার করে থাকেন
নিজের নাম্বার জানতে  *৫১১#
ব্যালেন্স জানতে  *১২৪#
রিচার্জ  করতে *১২৩* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার : ১২১ অথবা ২১২
যে কোনো অপারেটর  থেকে বাংলালিংক কাস্টমার কেয়ার ০১৯১১-৩০৪১২১
আপনি যদি এয়ারটেল  ব্যবহার করে থাকেন
নিজের নাম্বার জানতে  *১২১*৬*৩#
ব্যালেন্স জানতে  *৭৭৮#
রিচার্জ  করতে *৭৮৭* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার : ৭৮৬
অন্য অপারেটর  থেকে এয়ারটেল কাস্টমার কেয়ার ০১৬৭৮৬০০৭৮৬
আপনি যদি রবি ব্যবহার করে থাকেন
নিজের নাম্বার জানতে  *১৪০*২*৪#
ব্যালেন্স জানতে  *২২২#
রিচার্জ  করতে *১১১* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার : ১২৩ এ ফোন দিয়ে ১ প্রেস করে ০
যেকোনো  অপারেটর  থেকে রবি  কাস্টমার কেয়ার ০১৮১৯৪০০৪০০
আপনি যদি টেলিটক ব্যবহার করে থাকেন
নিজের নাম্বার জানতে মেসেজ অপশনে লিখুন TAR পাঠিয়ে দিন ২২২ নাম্বারে
ব্যালেন্স জানতে  *১৫২#
রিচার্জ  করতে *১৫১* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার : ১২১
যেকোনো  অপারেটর  থেকে টেলিটক  কাস্টমার কেয়ার ০১৫৫-০১৫৭৭৫০ থেকে ৬০
আপনি যদি সিটিসেল ব্যবহার করে থাকেন
জিএসএম প্রযুক্তি সম্বলিত না হওয়ায়  সিটিসেল এ ইউএসএসডি সার্ভিস নেই, তবুও কিঞ্চিত তথ্য জেনে নিতে পারেন সিটিসেল সম্পর্কে ।
নিজের নাম্বার জানতে কিংবা যেকোনো বিষয়ে সহযোগিতার জন্য মেসেজ অপশনে লিখুন Help পাঠিয়ে দিন ২২৫৫ নাম্বারে,  কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ আপনাকে ফোন করবে তাকেই জিজ্ঞাসা  করা ছাড়া আর কোনো উপায় নেই, তবে একটি কার্ড রিচার্জ করেও জেনে নিতে পারেন, অথবা আপনার রিম এর পেছনে লিখা সিরিয়াল নাম্বার গুলো কাস্টমার কেয়ার এক্ষিকিউটিভ এর নিকট জানাতে পারলে তারা আপনাকে আপনার নাম্বারটি বলতে পারবে, এছাড়া সিটিসেল এর আর কোনো নির্ভরযোগ্য পদ্ধতি নেই নিজের নাম্বার জানার বা দেখার ।
ব্যালেন্স জানতে বা দেখতে  *৮৮৭  ডায়াল
ব্যালেন্স শুনতে  *৮১১  ডায়াল
রিচার্জ  করতে *৮৮৮  ডায়াল
কাস্টমার কেয়ার : ১২১
যেকোনো  অপারেটর  থেকে সিটিসেল  কাস্টমার কেয়ার ০১১৯৯-১২১১২১
তথ্য গুলো অনেকের জানা থাকতে পারে, আবার অনেকের অজানা ।  সাধারণত যে যে অপারেটর ব্যবহার করেন শুধু সে সম্পর্কে  জানেন, অন্য অপারেটর সম্পর্কে ধারণা কম থাকে, তাই কাউকে কোনো তথ্য দিয়ে সহযোগিতা খুব একটা করা হয়না, আশা করি এ টিউন এর মাধ্যমে আপনি তার কিছুটা হলেও জানতে ও করতে পারবেন।
উপকারে আসলেই কিঞ্চিত চেষ্টা সার্থক হবে, মন্তব্য ও পরামর্শ দিতে ভুলবেননা ।

Saturday, November 29, 2014

হিউজের জার্সি পরবেন না ক্লার্করা

৬৩ আর ৬৪—সংখ্যা দুটো মাইকেল ক্লার্করা ভুলবেন কী করে!
শেফিল্ড শিল্ডে ৬৩ রানেই সেদিন ব্যাট করছিলেন ফিল হিউজ। আর ওয়ানডেতে অস্ট্রেলিয়ান ওপেনার পরতেন ৬৪ নম্বর জার্সি! রানের সংখ্যা থেকে ৬৩ বাদ দেওয়ার উপায় নেই। কিন্তু হিউজের সম্মানে জার্সিটা তো তুলে রাখা যায়।
তা-ই করার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের। অস্ট্রেলিয়া অধিনায়ক ক্লার্ক জানান, ওয়ানেডেতে হিউজের ‘৬৪’ নম্বর জার্সি কেউ গায়ে তুলতে চান না। তাঁরা ক্রিকেট অস্ট্রেলিয়াকে অনুরোধ করেছেন, ওয়ানডেতে হিউজের ৬৪ নম্বর জার্সিটা চিরতরে তুলে রাখতে।
ক্রিকেটে অধিনায়ক হওয়ার কিছু ‘যন্ত্রণা’ আছে। এ যন্ত্রণা হতে পারে মধুর, হতে পারে বেদনার। কারণ, দলের যেকেনো ব্যাপারে সবার আগে মোকাবিলা করতে হয় অধিনায়ককেই। সে হোক মাঠ কিংবা মাঠের বাইরের ঘটনা। ক্লার্ককেও আসতে হচ্ছে সবার আগে। বলতে হচ্ছে, সদ্যপ্রয়াত সতীর্থ হিউজকে নিয়ে।
আর বলতে গিয়েই ক্লার্কের হৃদয়টা চিরে বেরিয়ে আসছে রাজ্যের হাহাকার, দলা পাকিয়ে ওঠা কান্না। সাংবাদিকদের সামনে ভেঙে পড়ছেন অস্ট্রেলিয়া অধিনায়ক। দুচোখে উপচে পড়ছে বাঁধভাঙা জলধারা। সতীর্থ হারানোর বেদনা কোথায় রাখবেন ক্লার্ক? আদৌ কি রাখা যায়?
হিউজকে নিয়ে আর কী বলার আছে ক্লার্কের? কী বলা যায়? অস্ট্রেলিয়া অধিনায়ক কেবল বললেন, ‘একটি দল হিসেবে এ হারানোর বেদনা এ মুহূর্তে ভাষায় প্রকাশ করা যায় না। সদা হাস্যোজ্জ্বল মুখ, চোখের তারায় ঝিলিক—সবকিছুই পলে পলে অনুভব করব। এ সপ্তাহে পৃথিবী হারাল বিরাট এক মানুষকে। নিঃস্ব হয়ে পড়েছি ওকে হারিয়ে।’ রয়টার্স।

জীবনবৃত্তান্ত যে কারণে উপেক্ষিত হয়

নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে নিজেকে তুলে ধরার জন্য আবেদনকারীর সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে একটি আকর্ষণীয় জীবনবৃত্তান্ত। জীবনবৃত্তান্ত তৈরি করার সময় কিছু কিছু সাধারণ ভুলের কারণে আপনার জীবনবৃত্তান্তটি প্রাথমিক পর্যায়ে উপেক্ষিত হতে পারে। কী কী কারণে জীবনবৃত্তান্ত উপেক্ষিত হয়? সেসব বিষয়ে ধারণা দিয়েছেন ইস্টার্ন ব্যাংকের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মঞ্জুরুল আলম ও টেসকো ইন্টারন্যাশনাল সোর্সিং বাংলাদেশের আঞ্চলিক মানবসম্পদ ব্যবস্থাপক আশীষ কুমার রায়।
যে ভুলগুলো চাকরি নিয়োগদাতা সাধারণত লক্ষ করে থাকেন তা জেনে নিন:
 চাকরির বিবরণীর সঙ্গে মিল না রেখে জীবনবৃত্তান্ত উপস্থাপন।
 জীবনবৃত্তান্তের সঙ্গে আবেদনপত্র (কাভার লেটার) জমা না দেওয়া।
 ভুল ই-মেইল ও অব্যবহৃত মুঠোফোন নম্বর ও সঠিক যোগাযোগের ঠিকানা উল্লেখ না করা।
 জীবনবৃত্তান্তে অশুদ্ধ বানান, ভুল ব্যাকরণ, একই শব্দ ও বাক্যের পুনরাবৃত্তি।
 ক্যারিয়ারের উদ্দেশ্য ও সারসংক্ষেপের সঠিক ও সামঞ্জস্যপূর্ণ বর্ণনা না থাকা।
 পূর্ববর্তী চাকরির নির্ধারিত দায়িত্ব, কর্তব্য ও নির্দিষ্ট দক্ষতা বাড়িয়ে উল্লেখ করা।
 অনুমতি না নিয়ে অন্যের রেফারেন্স ব্যবহার করা।
 চাকরির বিবরণ অনুযায়ী সঠিক দক্ষতা ও আগ্রহের বর্ণনা না করে অপ্রয়োজনীয় তথ্য দেওয়া।
 শব্দ ও বাক্যের পূর্ণরূপ ব্যবহার না করে তা সংক্ষিপ্তভাবে ব্যবহার করা।
 জীবনবৃত্তান্ত ২-৩ পাতার মধ্যে সীমাবদ্ধ রাখা।
 চাকরির আবেদনের সময় আবেদনকারী খামের ওপর কোন পদের জন্য আবেদন করছেন, তা উল্লেখ করেন না।
হাজারো চাকরির প্রার্থীর ভিড়ে নিজের জীবনবৃত্তান্তকে আলাদা ও আকর্ষণীয় করার ক্ষেত্রে একজন চাকরিপ্রার্থীর অবশ্যই ওপরের বিষয়গুলোর লক্ষ রাখা উচিত।