আগামী বছরের জানুয়ারিতে একটি সংবাদ সম্মেলন আয়োজন করার পরিকল্পনা করেছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠানটি।
ওই সম্মেলনে উইন্ডোজ ১০-এর কনজুমার ফিচার প্রিভিউ উন্মুক্ত করবে মাইক্রোসফট। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
মাইক্রোসফটের ঘনিষ্ঠ সূত্র দ্য ভার্জকে জানিয়েছে, জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনে অনেক নতুন ফিচার নিয়ে আলোচনা করবে মাইক্রোসফট। এর মধ্যে থাকবে বিশেষ একটি ফিচার—কন্টিনাম নামের টাচ ইন্টারফেস। এ ছাড়া উইন্ডোজ ফোন ও ট্যাবলেটের পাশাপাশি এক্সবক্স ওয়ান গেম কনসোল নিয়েও তাদের পরিকল্পনার কথা জানাবে।
এর আগে সানফ্রান্সিসকোতে ছোট একটি অনুষ্ঠানের মাধ্যমে উইন্ডোজ ১০ উন্মুক্ত করেছিল মাইক্রোসফট। তবে উইন্ডোজের নতুন এই সংস্করণটির কনজুমার বা ভোক্তা উপযোগী ফিচারগুলো উন্মুক্তকরণের অনুষ্ঠানটি আরও গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
ফোন, ট্যাব, কনসোলের মতো বিভিন্ন ধরনের যন্ত্রে ব্যবহার উপযোগী করে উইন্ডোজ ১০ তৈরি করেছে মাইক্রোসফট।
No comments:
Post a Comment